বোয়ালমারীতে ধর্ষণ মামলায় ইমাম গ্রেপ্তার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ মামলায় এক ইমামকে গ্রেপ্তার করে শনিবার (২৩.০৮.২৫) আদালতে চালান করেছে স্থানীয় থানা পুলিশ। গত শুক্রবার সকালে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গ্রামের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতেই ওই কিশোরীর বড় ভাই ইলিয়াস মল্লিক বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নাম্বর ৩০। মামলা করার পর আসামি মফিজুর রহমানকে (৪২) পুলিশ রাত ১টার দিকে কেরসাইল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। মফিজুর রহমান কেরসাইল জামে মসজিদে ইমামতি করেন।
জানা যায়, প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি দোকানে যাচ্ছিল। ওই সময় ওই দোকানের পাশের বাড়ির মফিজুর রহমান মল্লিক (৪২) টাকা দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে পাশের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর বড় ভাই মসজিদের বাথরুম থেকে কান্নার শব্দ শুনে দরজা খুলে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে ওই কিশোরীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দিলে মামলা নথিভূক্ত করা হয়। মামলার এক ঘণ্টার মধ্যে আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।