হেলাল মজুমদার, কুষ্টিয়া:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার বিজয়ের স্মরণে কুষ্টিয়ায় বর্ণাঢ্য বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে এ র্যালি বের করা হয়।
বিজয় র্যালিটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা আওয়ামী সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন থেকে জাতি মুক্তি পেতে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান ছিল সময়োপযোগী সিদ্ধান্ত। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী আচরণে হিটলারকেও হার মানিয়েছেন। জনগণের ভোটাধিকার, বাক-স্বাধীনতা ও গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছিলেন দীর্ঘদিন। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন, আর তাতেই চূড়ান্ত বিজয় আসে।”
তিনি আরও বলেন, “আজও ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান—‘তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে’—এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, দৌলতপুরের বিল্লাল চেয়ারম্যান, মিরপুরের আশরাফুজ্জামান শাহীন ও খন্দকার টিপু সুলতান, খোকসার আলাউদ্দিন খান, কৃষকদলের আরিফুর রহমান সুমন ও অ্যাড. নূরুল ইসলাম, যুবদলের আব্দুল মাজেদ ও জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের মাসুদ ও উৎপল, ছাত্রদলের মোজাক্কির রহমান রাব্বি ও খন্দকার নিশাত প্রমুখ।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি ও সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।