হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা তিনটি কলেজে ভেড়ামারা পূবালী ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় পূবালী ব্যাংক পি এল সি ভেড়ামারা শাখার উদ্যোগে ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের বাউন্ডারি পাশ দিয়ে বৃক্ষরোপণ করেন এর মধ্যে ছিল নারিকেল গাছ, নিম গাছ, সহ বিভিন্ন ধরনের ফুল ফলের ৬০ টি গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুজ্জোহা, তৈমুর রহমান ম্যানেজার পূবালী ব্যাংক ভেড়ামারা শাখা, সোহেল রানা ডেপুটি জুনিয়র ম্যানেজার পূবালী ব্যাংক ভেড়ামারা শাখা,আখতারুজ্জামান প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক ভেড়ামারা শাখা,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি আবু দাউদ, আশারাফুল ইসলাম সহকার অধ্যাপক ম্যানেজমেন্ট বিভাগ আদর্শ ডিগ্রী কলেজ, মনিরুজ্জাম মজুমদার জীববিজ্ঞান বিভাগের এর শিক্ষক সহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ভেড়ামারা সরকারি মহিলা কলেজ ও ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজে নারিকেল নিম আমলকি বেল সহ বিভিন্ন জাতের ফল ঔষধি ১২০ টি গাছ বৃক্ষ রোপন করেন। এ সময়
রূপালী ব্যাংক ভেড়ামারা শাখার ম্যানেজার তৌমুর রহমান বলেন, আমরা পূবালী ব্যাংক ভেড়ামারা শাখার উদ্যোগে আপাতত তিনটি কলেজে ১২০ টি বিভিন্ন ধরনের ফল, ফুল ও ঔষধি গাছ লাগানো হচ্ছে পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করার চিন্তাভাবনা রয়েছে।