ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জু, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনসহ কর্মসূচির বিস্তারিত দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দিবস দুটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালনে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















