দৌলতপুরে রফিককে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা
দৌলতপুর প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ উঠছে স্থানীয়দের মাঝে। সাধারণ মানুষসহ সচেতন মহল এসব ঘটনার জন্য প্রশাসনিক দুর্বলতাকেই দায়ী করছেন।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত মতালী আলীর ছেলে রফিক ইসলাম (৪৮) কে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গ্রামের একটি দোকানে বসে ছিলেন রফিক। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত রফিককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
গোলাগুলির ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরও দু’জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















