সোমবার (১৫ মার্চ ২০২১ খ্রীঃ) রাত ১০.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব- ১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন, গোলকপুর গ্রামস্থ জনৈকা নাজরীন বেগম, স্বামী-মোঃ আব্দুল মজিদ এর বাড়ীতে একটি অভিযান পরিচালনা করে।
ভাড়াটিয়া মোছাঃ জেসমিন বেগম (৩৮), তার স্বামীর সহযোগীতায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে মোট ০৫ জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১.মোাঃ রবিউল আওয়াল (২৪), পিতা-মোঃ রইছ উদ্দিন, সাং-মুদিরগাঁও ২. মোঃ ইয়াছিন আরাফাত (১৯), পিতা-মোঃ খলিল মিয়া, সাং- দশেরদি, ৩. মোঃ অলম মিয়া (১৯) পিতা-মোঃ আঃ হাছিম , সাং মোদির গ্রাম, সর্ব থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ, ৪. আলহাজ আলী সরকার (৪০) পিতাঃ আবুল আলী, সাং- ধোপকান্দি, থানা-সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের অসামাজিক কার্যকলাপ বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।