1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কসবা থানায় ২ মাসে ৫৭৭ কেজি গাজা উদ্ধার সহ ৯৩জন মাদক ব্যবসায়ী আটক - dailynewsbangla
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

কসবা থানায় ২ মাসে ৫৭৭ কেজি গাজা উদ্ধার সহ ৯৩জন মাদক ব্যবসায়ী আটক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া ( আশুগঞ্জ ) প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মোঃ মহিউদ্দিন (পিপিএম) এরযোগদানের পর আইনশৃংখলার আশাতীত উন্নতি হয়েছে । ভারত সীমান্তবর্তী এই এলাকায় কসবাথানা পুলিশের বিশেষ তৎপরতায় নিয়ন্ত্রণ রয়েছে প্রায় সকল প্রকার অপরাধ কর্মকান্ড ।দালালমুক্ত এই থানায় সেবা প্রত্যাশীরা এসে অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে সকল সেবানিচ্ছেন । পুলিশ কতৃক কমেছে হয়রানি , বেড়েছে সেবা । তাই কসবা থানা এলাকার সবার মুখে বাংলাদেশ পুলিশের প্রশংসা । সাদা আলাপি ও পরিচ্ছন্ন এই কর্মকর্তার দায়িত্বশীলকর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল হয়েছে । গত জুলাই ,অগাস্ট দুই মাস সময়ে কসবা থানা পুলিশের বিভিন্ন অভিযানে গাঁজা ৫৭৭ কেজি , ইয়াবা ৫৩৮৫পিস , স্কপ ১৫৯ বোতল , ফেনসিডিল ৯৪ বোতল , হুস্কি ৭৩ বোতল , বিয়ার ১৪৫ বোতল ,বিদেশী মদ ৩৬ বোতল , ম্যাকডোনাল ৩ বোতল সহ আসামি গ্রেফতার ৯৩ জন । অফিসারইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) বলেন , পুলিশের প্রতিটি সদস্য এদেশেরই
অধিবাসী । পুলিশ সদস্যদের সকলেরই পিতা-মাতা , ভাই-বোন , স্বজন – পরিজন রয়েছেন । এইদেশটি আমাদের সকলের । দেশের ভালো-মন্দের দায়ভার আমাদের সকলের উপর সমান বর্তায় ।এই সত্য লালন করেই তিনি সেবামূলক দায়িত্ব পালন করছেন । দায় এবং দায়িত্বের মাধ্যমেতিনি প্রমাণ করতে চান "বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু এটি কেবল স্লোগান নয়। আসুন সবাইমিলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জনতা ভাই ভাই হিসেবে কাজ করি

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ