মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বই বিতরণ অনুষ্ঠান বন্ধ ও প্রধান শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টা কালব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিফল চন্দ্র মন্ডল বলেন, সমবার বই বিতরণ অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফাসহ ১০-১৫ জন বহিরাগত আকষ্কিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করে বই বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেয়।
এ সময় তারা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের ধাক্কাধাক্কি, গালিগালাজ ও লাঞ্চিত করে। তাদের আকষ্কিক হামলায় ছাত্রছাত্রীরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি ওই দিনই মান্দায় থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন, সেলিম উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুর সুলতান, মমতাজ উদ্দীন প্রমুখ। মানববন্ধনে বক্তারা গত ১ জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল কুমার প্রামানিক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকলের শাস্তির দাবী জানান। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কুলে গিয়ে শেষ হয়।