দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় অজ্ঞাত পরিচয়র এক লাশ উদ্ধার করছে পুলিশ। সেমবার ৭ফেব্রুয়ারি সকালে উপজলার বতাগী সানকিপুর ইউনিয়নর ৯নং ওয়ার্ডর মাছুয়াখালী গ্রামের দশমিনা-ঢাকা মহাসড়করের পাশে সঞ্জিব ধোপার দুই দাকানের মাঝে ফাঁকা জায়গায় থাকা লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, সকালে স্থানীয়রা ওই মহাসড়করের পাশে
মাছুয়াখালী বাজারে সঞ্জিব ধোপার দুই দাকানের মাঝে ফাঁকা জায়গায় অজ্ঞাত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ থানা পুলিশকে খবর দিল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, গত ৭/৮ দিন যাবত মাছুয়াখালী বাজারসহ আশপাশের
বিভিন্ন এলাকায় ও বাজারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা
করতে দেখা গেছে। বয়স অনুমান ৬০ বছর হতে পারে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহদী হাসান জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমত্যু মামলা দায়ের হয়ছে।ময়না তদÍর জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে
প্রেরণ করা হয়ছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















