1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
চলে এসো - dailynewsbangla
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

চলে এসো

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

চলে এসো
গোলাম কিবরিয়া
চলে এসো এসো শরতের শুভ্র কাশবনে
দুজনে মিলে হব একজন
বাকি জনেরে খুঁজতে খুঁজতে
হয়ে যাবো আদম হাওয়া।
চলে এসো টিয়া রং শাড়ি পরে
যেন মিশে যেতে পারো
ঘন কাশবনে।
চলে এসো আবেদের ঘাট হয়ে
নদীর উথাল পাথাল ঢেউ থেমে গেলেও
মনের মাঝের মাতাল করা ঢেউ
দেখবে না কেউ
চলে এসো।
ঘাটে বাঁধা ছোট বড় নাউ
একেবারে ছোট নাউয়ে চড়বো দুজন
হৃদয়ের এক ধুল জমিও থাকবেনা ফাঁকা।
মনে করো,পুরো পৃথিবীতে শুধু তুমি আর আমি
চারিদিকে আড়ি ঢেউ করবে খেলা
চলে এসো।
তুমি চলে এসো
বানের পানি নেমে গেছে
কাশবনে জমে আছে পলিমাটি
বাঙালি মেয়ের মত মন,নরম শরীর
সাবধানে পা ফেলো,হাতখানি ধরো
পিছলে যেওনা সখী অন্তরীক্ষের অতল তলে
চলে এসো।
দূর আকাশে সাদা বকের সারি
ছুটে চলে আপন আলয়ে
তারা প্রিয়জন সাথে করে চলে
তারেও রাখেনা ধরে সাঁঝের মায়া
শুধু ছুটে চলে,চলো আমরাও চলি
চলে এসো।
আকাশের শেষ সীমানায় চেয়ে দেখো
সময় আছে দন্ড চারি
পাটে নেমে গেছে দিবাকর
সিঁদুর রাঙা মেঘ এসে,
ছেয়ে যাবে আর কিছুপর
চলে এসো মিটে ফেলি সব লেনাদেনা
জীবনের সুন্দর সময় তো আর বেশি থাকেনা।
চলে এসো

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ