দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণকারী ক্রীড়া প্রতিযোগী চাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুতাচ্ছিন বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহেরুল ইসলাম দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম , দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শরীরচর্চা শিক্ষকগণ, ভলিবল খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে বড়গাংদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।