1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে বজ্বপাতে গরুর মৃত্যু আহত ৭ - dailynewsbangla
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:

বোয়ালমারীতে বজ্বপাতে গরুর মৃত্যু আহত ৭

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বোয়ালমারীতে বজ্বপাতে গরুর মৃত্যু আহত ৭

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত সোমবার বিকেলে বজ্বপাতে উপজেলার বিভিন্ন গ্রামে ৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা হলো ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের হুসাইন (১০), ঘোষপুর গ্রামের তাওহিদ (১২), রতন দিয়া গ্রামের সাহিদ (১১), সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের জাকারিয়া (১১),  বোয়ারমারী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সজিব (১২), পরমেশ্বদী ইউনিয়নের তামারহাজী গ্রামের শেফালী বেগম (৩৫) ও মুনজিলা (২১)।

জানা যায়, পরমেশ্বদী ইউনিয়নের তামারহাজী গ্রামে গত সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে বজ্বপাতে একটি ২ বছরের বকনা বাছুর মারা যায়। এ সময় গরুর মালিক শেফালী বেগম (৩৫) আহত হয়। আহত শেফালী বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তামারহাজী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য অশোক কুমার জানান, তামারহাজী গ্রামের আনসার শেখের বকনা বাছুর গোয়াইল ঘরের পাশে নারকেল গাছের সাথে বাধা ছিল। সোমবার বিকেলে নারকেল গাছের উপর বজ্ব পড়ে। এ সময় গাছে বাধা গরু ঘটনাস্থলেই মারা যায়। গাছের পাশে ঘরে থাকা আনসার শেখের স্ত্রী শেফালী বেগম আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কে এম মাহমুদ রহমান বলেন, সোমবার বিকেলে বজ্বপাতে আহত হয়ে মোট ৭ জন  হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সকলেই সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ