দশমিনা(উপজেলা)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় এইচএসসি বাংলা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় কারিগরি(বিএম) শাখার চার জনকে বহিস্কার করা হয়ছে। বিএম শাখার মোঃ নাঈম(৫৫৭৭৪০), দিপঙ্কর(৫৫৭৭৭১) মোবাইল ফোন এবং দিপু সিকদার(৭১৫২৭৬) ও আরাফাত রহমান( ৭১৩৭৫৬) এর সাথে ডিজিটাল ডিভাইস পাওয়ায় বহিস্কার করার বিষয় নিশ্চিত করে সরকারি আবদু রসিদ তালুকদার কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ আনিচুর রহমান।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষ ৩০ জুন সকাল ১০ টায় শুরু হয়। দশমিনা সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএম শাখার বাংলা পরীক্ষা শুরু হবার ১ ঘন্টা অতিবাহীত হবার পর পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস সঙ্গে পাওয়ায় চারজন পরীক্ষার্থীকে বহিস্কার করেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধূরী।
উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধূরী বলেন, এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভউিস রবিবার চলোমান বাংলা পরীক্ষায় বিএম শাখার চার জন পরীক্ষার্থীর সাথে পাওয়ায় বহিস্কার করার সুপারিশ করা হয়েছে।