সাংবাদিকদের নিয়ে জামাত ইসলামের এমপি প্রার্থীর মতবিনিময়
মোহাম্মদ আককাস আলী :
বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নওগাঁ-৩ আসনের জামাত ইসলামের মনোনিত এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যাযস্পাইসি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগরীর উত্তর সহ-সেক্রেটারী,নওগাঁ-৩ আসনের সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। জামাত ইসলামের উপজেলা শাখার সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনে উপস্থিত ছিলেন, নায়েবে আমির মো.ইউসুফ আলী সোনার, মো.রফিকুল ইসলাম রফিক, সহ সেক্রেটারী হাজী আরিফ মোল্লা, কর্মপরিষদ সদস্য মা:আশরাফুল ইসলাম, নওগাঁ-৩ আসনের আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,সদস্য সচিব মো.জাহাঙ্গীর আলম প্রমুখ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তরে প্রধান অতিথির আলোচনা সমালোচনায় মত বিনিময় সভা প্রাণবন্ত হয়ে ওঠে।