ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মোটর শোডাউন” নির্বাচিত হলে কৃষি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে-ড. ইলিয়াস মোল্লা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেছেন, অতীতের রাজনীতি আর ফিরে আসতে দেব না, দেশবাসিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। আমরা নির্বাচিত হলে কৃষি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, যাতে দেশের কৃষকরা তার উৎপাদিত পণের ন্যায্যমূল্য পায়। দেশের কৃষক শ্রমিকরা দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে, অথচ তাদের ন্যায্যতা তারা পাচ্ছে না।
আজ শনিবার দুপুর দেড়টায় “রাইড ফর জাস্টিস” স্লোগানে মোটর শোডাউনে জেলার বোয়ালমারী পৌর বাজারের চৌরাস্তা এলাকায় এক পথসভায় কথাগুলো বলেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি সংসদীয় আসনের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজ চত্বর থেকে মোটরযান শোডাউনে অংশ নেন। শোডাউনে ১৫শ মোটরযানে তিন হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি আলফাডাঙ্গা পৌর বাজারের চৌরাস্তা, বোয়ালমারী চৌরাস্তা, মধুখালী বাজার বাসস্ট্যান্ড ও কামারখালী বাজারে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, দেশ থেকে মাদক ও দুর্নীতি প্রতিরোধ করা হবে। দেশের যুবসমাজ যাতে সুস্বাস্থ্য অধিকারী হয় এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সেদিকেই আমরা গুরুত্বারোপ করবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের জেলার কর্মপরিষদ সদস্য ইমারত হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা আমির হাফেজ মো: বেলাল হুসাইন, পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান, মধুখালীর আমির আলিমুজ্জামান, আলফাডাঙ্গার আমির মাওলানা কামাল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















