সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শাহিন সাগর
রাজশাহী ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা কাভারেজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি সাংবাদিক শাহিন সাগর।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহীর লাইফ সাইন হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান—তার ডান হাতের কব্জির একটি হাড় ভেঙে গেছে। পরে চিকিৎসকেরা হাড় সোজা করে প্লাস্টার করেন।

অপারেশন থিয়েটর থেকে বের হওয়ার পর ব্যথায় কাতর শাহিন সাগরের খোঁজ নিতে হাসপাতলে ছুটে আসেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার। তিনি সাংবাদিক শাহিন সাগরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং তাকে সাহস জোগান। পাশাপাশি তার পরিবারের দিকেও খোঁজ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ও পাঁচ বারের সফল মেম্বার আ. করিম মণ্ডল, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মানিক, ধুরইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাহাক আলী,
৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দোলেন, যুবনেতা বেলাল, আরিফ ও ছাত্রনেতা মেহেরাবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও শাহিনের চিকিৎসার শুরু থেকে সার্বিক সহযোগিতা করেন দৈনিক গণমুক্তি পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক মাজহারুল ইসলাম চপল। পরে শাহিন সাগরের বাবা, ভাইসহ পরিবারের লোকজন চিকিৎসা নিশ্চিত করেন।
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক শাহিন সাগরের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















