ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালপুরে ভেজাল গুড় ও অবৈধ আখ মাড়াই বিরোধী অভিযান রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী লক্ষীপুরে ৪ সাংবাদিকের মামলা তদন্তে উদ্বিগ্ন বিএমইউজে  ভেড়ামারায়  গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ভেড়ামারায় পদ্মায়  নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু রাজশাহীর জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় হাসিনার ফাঁসিরদাবিতে বিক্ষোভ মিছিল লালপুরে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল

রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী

রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:- ১৯ নভেম্বর রাঙামাটির নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী বলেছেন, তিনি জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাঙামাটির সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান।

দায়িত্বের প্রথম দিনেই জেলার পরিবেশ ও মানুষের আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে রাঙামাটি যেন তাঁর ‘বেস্ট স্টেশন’ হয়ে ওঠে এটাই তাঁর প্রত্যাশা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নাজমা আশরাফী এসব কথা বলেন। সভায় ডিসি নাজমা বলেন, অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল পার্বত্য চট্টগ্রামে কাজ করব। আল্লাহর রহমতে সেই সুযোগ পেয়েছি। প্রথম দিনেই রাঙামাটিকে ভালো লেগেছে। দোয়া করি, এই জেলাটাই যেন আমার কর্মজীবনের সেরা কর্মস্থল হয়।

তিনি আরও বলেন, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি। এই দায়িত্ব পালনে সাংবাদিক সমাজের সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,

গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নাজমা আশরাফীকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেয়ার আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ

রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী

আপডেট টাইম : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:- ১৯ নভেম্বর রাঙামাটির নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী বলেছেন, তিনি জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাঙামাটির সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান।

দায়িত্বের প্রথম দিনেই জেলার পরিবেশ ও মানুষের আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে রাঙামাটি যেন তাঁর ‘বেস্ট স্টেশন’ হয়ে ওঠে এটাই তাঁর প্রত্যাশা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নাজমা আশরাফী এসব কথা বলেন। সভায় ডিসি নাজমা বলেন, অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল পার্বত্য চট্টগ্রামে কাজ করব। আল্লাহর রহমতে সেই সুযোগ পেয়েছি। প্রথম দিনেই রাঙামাটিকে ভালো লেগেছে। দোয়া করি, এই জেলাটাই যেন আমার কর্মজীবনের সেরা কর্মস্থল হয়।

তিনি আরও বলেন, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি। এই দায়িত্ব পালনে সাংবাদিক সমাজের সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,

গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নাজমা আশরাফীকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেয়ার আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।