ভেড়ামারায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা
হেলাল মজুমদার ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে বুধবার সকাল ১১ টা সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুষ্টিয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন- কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেটওয়ার্কের একটি অধিকারপ্রাপ্ত অংশ, যা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধার্থে টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। কর্মশালার আলোচক বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এ সময়ে কুষ্টিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা পরিষদের সি এ খন্দকার মোহামুদুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ, উপজেলা সার্ভেয়ার এল জি ই ডি মাহবুব আলম, ধরমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাজান সিরাজ,জুনিয়াদহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমান, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল মজুমদার সহ
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















