1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ভারত থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করেছে র‌্যাব - dailynewsbangla
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে ইউপি কর্মকর্তাকে বরণ ও গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব এসিল্যান্ড লাঞ্ছিত লালপুরে ঋণের বোঝা সইতে না পেরে  কবিরাজের আত্মহত্যা  লালপুরে বিএডিসির ‘পানাসি’ সেচ উন্নয়ন প্রকল্পে ধাপে ধাপে অনিয়ম রাজশাহীতে চুরির এক মাস পর নাটকীয় মামলা, মুক্তি পেতে সংবাদ সম্মেলন    কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক বোয়ালমারীর একতারা দোতারা যাচ্ছে লালনের মাজারসহ বিভিন্ন জেলায় ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার পবিত্র হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেষ্টা করতে হবে–জেলা প্রশাসক লালপুরে খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

ভারত থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করেছে র‌্যাব

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
ভারত থেকে আসা ০১ জন মহিলা সহ ০৩ জন অবৈধ অনু প্রবেশকারী রোহিঙ্গা।

ভারত থেকে আসা ০১ জন মহিলা সহ ০৩ জন অবৈধ অনু প্রবেশকারী রোহিঙ্গাদের আটক করেছে র‌্যাব-১২।


মঙ্গলবার (২৩ মার্চ ২০২১) রাত ১০.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে ‌র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দলের চেষ্টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারস্থ নিউ জনতা হোটেলের সামনে ভারত থেকে অবৈধ ভাবে পালিয়ে আসা ০১ জন মহিলাসহ ০৩ জন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা আটক করা হয়।

এছাড়া ও তাহাদের নিকট থেকে ০৪ টি মোবাইল এবং মেয়াদ উত্তীর্ণ (টঘঐঈজ) এর ০২ টি কার্ড জব্দ করা হয়। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজার এলাকায় র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল টহল ডিউটিরত অবস্থায় কয়েকজন ব্যক্তি সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করতে দেখে এবং তাহাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাদেরকে জিঞ্জাসাবাদ করা হয়।

জিঞ্জাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা অবৈধভাবে ভারতীয় রেহিঙ্গা শরনার্থী শিবির হইতে পাসপোর্ট ব্যতীত, কক্সবাজার রোহিঙ্গা শিবিরে গমনের উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। উলেখ্য যে, তাদের সাথে ৩ বছর ৬ মাসের ০১ টি কন্যা সন্তান এবং ২১ মাস বয়সী ০১ টি পুত্র সন্তান রয়েছেন।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বেলাল (৪৮), পিতা সিকান্দার, ২। মোছাঃ ইয়াসমিন(২৬) স্বামী-মোঃ বেলাল, উভয় সাং-ইয়াংছাং(সিন্ধিপান পাড়া), থানা-বুসিডং, জেলা- সিত্তে (আকিয়াব)। ৩। মোঃ রিয়াজ(১৮), পিতা আলমগীর, সাং-রাইমাসিল, থানা- মংডু (বুসিডং), জেলা- সিত্তে (আকিয়াব) সর্ব দেশ মায়ানমার।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩(৩) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব- ১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ