1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় রাখাইল বেগুন চাষে সফল শাহ আলম - dailynewsbangla
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু পুলিশের কথা বলে বিএনপি ও আ’ লীগ নেতার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন বন্ধন অটুট রাখতে ফিলিপনগর হাই স্কুলের ‘এসএসসি-৯২’ ব্যাচের পুনর্মিলনী বোয়ালমারীতে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন বোয়ালমারীতে ১০ গ্রামে আগামীকাল ঈদ বোয়ালমারীতে ৬ শত অসহায় পরিবার পেলো চেয়ারম্যানের ঈদ খরচ নগদ অর্থ  বোয়ালমারী ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে যাকাতের টাকায় গরু বিতরণ বিএনপির ভেতরে থাকা কিছু দুষ্কৃতিকারী অন্য দলের লোকদের এনে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে – অভিযোগ বিএনপি নেতাদের সুনামগঞ্জ-১ আসনের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান- আনিসুল হক পশ্চিম শ্রীমদ্দি যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

দশমিনায় রাখাইল বেগুন চাষে সফল শাহ আলম

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন চাষে সাভলম্বি শাহ-আলম। সরেজমিনে গিয়ে দেখা যায় দশমিনা উপজেরার বেতাগীসানকিপুর ইউনিয়নের বাসিন্দা শাহ-আলিম পেশায় একজন কৃষক। পরিবারের ভরন-পোষন হয় কৃষি উৎপাধন পন্য থেকে।

তিনি নতুন নতুন সবজি চাষে সবসয়ই নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখেন। শীতকালীন সবজির চাহিদা সবসময়ই বেশি । তার সবজি চাষে
আগ্রহ বেশি। গত বছর তিনি বান্দরবন পাহাড়ি এলাকায় যান ব্যবসার প্রয়োজনে সেখানে তিনি রাখাইল বেগুন বা বারি বেগুন-১২ এর চাষের ব্যবস্থপনা দেখে আসেন এবং খোজ খবর নেন কি ভাবে পাওয়া যায় এ রাখাইল বেগুনের চারা।

মোঃ শাহ-আলম পটুয়াখালীর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে রাখাইল বেগুন বা বারি-১২ বেগুনের দুইহাজার চারা সংগ্রহ করেন । তার প্রায় ১একর জমিতে এ চারা রোপন করে থাকেন। শাহ-আলম বলেন, আমি একজন সবজি চাষি শীত মৌসুমে বিভিন্ন সবজি ফলিয়ে থাকি।

আমার ব্যবসার কারনে বান্দরবন যাই সেখানে রাখাইল বেগুন দেখি এবং চাষের জন্য মন স্থির করি। এ বেগুন প্রায় এক থেকে দড় কেজি হয়ে খাকে।
আমি প্রথমবার এ বেগুন চাষ করি হাফ একর জমিতে ভালো ফলন পাই এবং রাজারে এর চাহিদা ব্যাপক তাই এ বছর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে ২হাজার চারা এনে এক একর জমিতে রোপন করি। এ বছর গাছের ফলন অধিকতর ভালো আশা করছি।

আমার বেগুন বিক্রি করতে বাজারে যেতে হয়না পাইকেরা আমার ক্ষেত থেকে এসে নিয়ে যায়। এ বেগুন খুবই সুস্বাধু তাই বাজারে এর চাহিদা বেশি। উপজেলা কৃষি অফিস থেকে অফিসারেরা এসে বিভিন্ন পরামর্শ ও সার দিয়ে থাকেন। এ বছর কোর রোগ বালাই নাই । আমি বেগুন বাজার জাত শুরু করেছি।

এখোন বাজারে ৪০-৫০ টাকা কেজি প্রতি বেগুন বিক্রি করছি । আমার বেগুন ক্ষেত দেখেতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সবজি চাষিরা আসে। আমার মনে হয় আগামী বছর দশমিনা উপজেলায় অনেক চাষিরা এ বেগুন চাষ করবে।

তারনিকট তম সবজি চাষি অমল বলেন, আমি এ বছর ২৫শতাংশ জমিতে বেগুন চাষ করি শাহ-আলম ভাইর সাথে গিয়ে তিন শত চারা আনছি । উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় পরামর্শ পেয়ে তাকি এবয় তারা এসে খোজ খবন নেন। এ বছর গাছে ফলন অধিক হয়েছে বাজারজাত শুরু করছি।

অধিক লাভ হবে আশা করছি । আগামী বছর ২ একর জমিতে বেগুন চাষ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহমেদ বলেন, বারি-১২ বা রাখাইল বেগুন এই প্রথম উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের সবজি চাষি মোঃ শাহ-আলম চাষ করে সফলতার পেতে যাচ্ছে। আমাদের অফিস থেকে সার্বক্ষনিক দেখাশুনা করা হচ্ছে।

এ বেগুন আকারে বড় হয়, খেতে সুস্বাধু ও মজাদার। এ বছর তার
ক্ষেতে ফলন অধিকতর ভালো । এই প্রথম বারে দশমিনা উপজেলায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন উৎপাদনের জন্য সফল সবজি চাষি হিসাবে মোঃ শাহ-আলমকে পুরস্কারের জন্য মনোনায়ন করা হয়েছে।

দশমিনা উপজেলায় শাহ-আলম এর ক্ষেত দেখে আরো ব্যাপক হারে আগামীতে বেগুন চাষে চাষিরা ব্যাপক আকারে চাষের সম্ভবনা
তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ