1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
টাঙ্গাইলে ব্যবসায়ীর ঘরে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির চাল - dailynewsbangla
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঘরে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির চাল

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:  টাঙ্গাইলের করটিয়া থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় শরৎ চন্দ্র সূত্রধর নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে শরৎ চন্দ্র সূত্রধর নামের এক চাল ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে সরকারি চাল মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘরের মধ্যে কালোবাজারি ও মজুত সরকারি ৬৬৩ বস্তা চাল, নগদ ১৭ হাজার টাকা, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়। ওই চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক নামমাত্র ১০ টাকা মূল্যে দরিদ্রদের জন্য সরবরাহ করা চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ