মোঃবেল্লাল হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি \
পটুয়াখালী দশমিনায় বৃদ্ধ কতৃক শিশু বলাৎকারের ঘটনা ঘটে।
উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিশ টাকার লোভ দেখিয়ে শিশু বলাৎকারের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক মৃধা (৫২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টি ধামাপা হওয়ার কথা থাকলেও থানা পুলিশকে জানানো হলে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা, চলতি মাসের ১৭ মে রাত ৯ টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের মৃত কাশেম মৃধার ছেলে বৃদ্ধ মো. আব্দুর রাজ্জাক মৃধা তাদের গ্রামের এক শিশুকে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিশ টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে মুখে গামছা পেচিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে শালিশ মিমাংসা প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করলে ওই শিশুর পিতা রোববার দশমিনা থানায় অভিযোগ দেন। অভিযোগের সূত্র ধরে রোববার বিকালে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করেন।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।