মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার এজেন্ট কে গত কাল ১৬ জুলাই শনিবার রাত ১০ টায় মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, রনগোপালদী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার এজেন্ট মোঃ করকত হোসেন (৪৫) রনগোপালদী তার এজন্ট অফিস থেকে বাড়ির উদ্যেশে যাবার পথে পঞ্চাইত বাড়ির সামনে আসলে একই এলাকার রাসেদুল,শহিদুল, মাহিন সহ ১০-১৫ জন অতর্কিত হামলা করে আমাকে মাথায় অঘাত করলে আমি অঞ্জান হয়ে মাটিতে পারে যাই । আমার সাথে থাকা নগত ২ লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়া যায়। পরবর্তিতে কে বা কাহারা আমকে দশমিনা হাসপাতালে নিয়ে আসে জানিনা। বর্তমানে আমি দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য রত চিকিৎসক ডাঃ গোলাম সরোয়ার এর চিকিৎসাধীন আছি।
রনগোপালদী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, আমি রাতেই ঘটনার বিষয় শুনেছি এবং হাসপাতালে গিয়ে দেখে এসেছি। বিষয়টি দুঃখ জনক।
রাসেদুল জানান, আমি দোকানের বাকী টাকা চাইতে গেলে বরকত আমাকে ও আমার ভাইকে মারধর করে। আমি কাউকে মারধর বা টাকা নেইনি। আমি দশমিনা হাসপাতালে চিকিৎসারত আছি।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ গোলাম সরোয়ার বলেন, রাত ১০ টায় বরকত নামের রোগি আসছে মাথার বিভিন্ন অংশে এবং চোঁখের নিচে কাটা জখম চিকিৎসা দেয়া হয়েছে এবং রাসেদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তার শরীরে ফুলা জখম বিদ্যমান।
আহত বরকত বলেন, আমি অভিযোগ নিয়ে থানা গিয়াছিলাম ওসি ছুটিতে থাকায় দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান আমার অভিযোগ নিয়ে বলেন ওসি সাহেব আসলে তার পর তদন্ত করে দেখবো । যেহেতু থানায় অভিযোগ নেয়নি আমি ন্যায় বিচারের জন্য মহামান্য আদালতের ধারস্ত হবো।
দশমিনা থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক(এসআই)মোঃ মেহেদী হাসান বলেন, গত কাল রাত ১০ টায় ঘটনা শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে । এখোন পর্যন্ত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।