ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জায়ান হত্যার তিনদিন পার হলেও আসামী গ্রেপ্তার হয়নি -আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে নবাগত ডিসি সাইফুল ইসলাম লালমনিরহাটে শিবরাম স্কুলের এক ঝাঁক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ বদলগাছীতে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মোটর শোডাউন” বোয়ালমারীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার লালপুরে সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীদের মানত কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক ভেড়ামারায় অতিরিক্ত দামে সার বিক্রি: দুই ডিলারকে জরিমানা মোকারিমপুর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আমি কুষ্টিয়া বলছি

 

মাঈন উদ্দীনঃ

আমি কুষ্টিয়া বলছি……
শোন আমার আত্মকাহিনী-
সেন রাজার আমলে জন্ম আমার,
১৭৮৭ তে আত্মপ্রকাশ,
তখন নাম ছিল নদীয়া
১৯৪৭ এর অক্টোবরে নির্দেশদাতা
সৈয়দ মুর্তাজা আলী ভালোবেসে
নাম রেখেছিল কুষ্টিয়া।

আমার বুক চিরে বসেছে দেশের প্রথম রেল আলয়
বসেছে প্রথম বালিকা বিদ্যালয়
আমার বুকেই বেজেছে প্রথম গীতাঞ্জলির সুরধ্বনী
আমিই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।

সুদখোরের থাবা থেকে আমার অস্তিত্ব রক্ষার্থে
কৃষি ব্যাংক আর তাঁত নিয়ে রবি এসেছিল সাহায্যার্থে
আমায় ভালোবেসে কাঁচারি বাড়ির পাশে
কারখানা গড়েছিল রবি তিনটি তাঁতে
বিলেতি পণ্য বর্জনে, আমার উন্নয়ন অর্জনে
মোহিনী বাবু এলো ফিরে আটটি তাঁত সাথে।

আমার সন্তানদের মুখে হাসি ফোঁটাতে
আমার মাটিকে উর্বর করতে
রবি নিজের পুত্র ও জামাতাকে
আমেরিকা পাঠিয়েছিল কৃষিবিদ্যা শিখাতে।
নোবেল পুরস্কারের দশ লক্ষ আশি হাজার টাকা
দিয়েছিল সমুদয়,
চাষীদের জন্য যন্ত্রচালিত লাঙ্গল
আর তাঁতীদের জন্য বয়ন-বিদ্যালয়।

আমার উপর ইংরেজদের অত্যাচার
সহ্য করেনি প্যারী সুন্দরী
টমাস আইভান কেনীকে তাড়িয়ে
হয়েছিল প্রজন্মের মঙ্গলকারী।

আমার ছেলে গগন হরকরা গেয়েছিল দরদ ভরে-
“আমি কোথায় পাব তারে,আমার মনের মানুষ যে রে”
শুনে রবি মুগ্ধ হয়ে, উঠলো গেয়ে উল্লাসী
” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

লালনকে আমি বড় করেছি আমার মাটি হাওয়ায়
দিয়েছি তারে মানুষের মন জয় করিবার দাওয়ায়
শিখায়েছি তারে সাম্যের বাণী-
” মানুষ ভজলে সোনার মানুষ হবি।”

আমার ছেলে আবুজাফর গিয়েছিল প্রথম গীতিখানা-
” এই পদ্মা, এই মেঘনা”
কারবালা প্রান্তরে নিষ্ঠুরতায় মগ্ন ছিল এজিদের বাহিনী
আমি মীর মোশারফকে শিখিয়েছি বিষাদসিন্ধুর কাহিনী

আমার আছে হরিনাথ,জলধর,অক্ষয়,
রোকন, শফি,শরফুদ্দীন
আছে বিনোদ, মোতাহার,মাহমুদা, ফরিদা
সিদ্দিক,যতীন, সালাউদ্দিন।
ওরা সবাই আমাকে মা বলে ডাকে
হিন্দু মুসলিম এক হয়ে ভ্রাতৃত্বের পাকে।

তারাই কুষ্টিয়া মায়ের সন্তান
যারা কুষ্টিয়াকে ভালোবাসো
তাই দ্বন্দ্ব-কলহ ফেলে, ভেদাভেদ ভুলে,
চলে আসো সাম্যের ঐক্যতানে,
শেকড়ের টানে, কুষ্টিয়ার জয়গানে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জায়ান হত্যার তিনদিন পার হলেও আসামী গ্রেপ্তার হয়নি -আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

আমি কুষ্টিয়া বলছি

আপডেট টাইম : ০৯:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

 

মাঈন উদ্দীনঃ

আমি কুষ্টিয়া বলছি……
শোন আমার আত্মকাহিনী-
সেন রাজার আমলে জন্ম আমার,
১৭৮৭ তে আত্মপ্রকাশ,
তখন নাম ছিল নদীয়া
১৯৪৭ এর অক্টোবরে নির্দেশদাতা
সৈয়দ মুর্তাজা আলী ভালোবেসে
নাম রেখেছিল কুষ্টিয়া।

আমার বুক চিরে বসেছে দেশের প্রথম রেল আলয়
বসেছে প্রথম বালিকা বিদ্যালয়
আমার বুকেই বেজেছে প্রথম গীতাঞ্জলির সুরধ্বনী
আমিই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।

সুদখোরের থাবা থেকে আমার অস্তিত্ব রক্ষার্থে
কৃষি ব্যাংক আর তাঁত নিয়ে রবি এসেছিল সাহায্যার্থে
আমায় ভালোবেসে কাঁচারি বাড়ির পাশে
কারখানা গড়েছিল রবি তিনটি তাঁতে
বিলেতি পণ্য বর্জনে, আমার উন্নয়ন অর্জনে
মোহিনী বাবু এলো ফিরে আটটি তাঁত সাথে।

আমার সন্তানদের মুখে হাসি ফোঁটাতে
আমার মাটিকে উর্বর করতে
রবি নিজের পুত্র ও জামাতাকে
আমেরিকা পাঠিয়েছিল কৃষিবিদ্যা শিখাতে।
নোবেল পুরস্কারের দশ লক্ষ আশি হাজার টাকা
দিয়েছিল সমুদয়,
চাষীদের জন্য যন্ত্রচালিত লাঙ্গল
আর তাঁতীদের জন্য বয়ন-বিদ্যালয়।

আমার উপর ইংরেজদের অত্যাচার
সহ্য করেনি প্যারী সুন্দরী
টমাস আইভান কেনীকে তাড়িয়ে
হয়েছিল প্রজন্মের মঙ্গলকারী।

আমার ছেলে গগন হরকরা গেয়েছিল দরদ ভরে-
“আমি কোথায় পাব তারে,আমার মনের মানুষ যে রে”
শুনে রবি মুগ্ধ হয়ে, উঠলো গেয়ে উল্লাসী
” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

লালনকে আমি বড় করেছি আমার মাটি হাওয়ায়
দিয়েছি তারে মানুষের মন জয় করিবার দাওয়ায়
শিখায়েছি তারে সাম্যের বাণী-
” মানুষ ভজলে সোনার মানুষ হবি।”

আমার ছেলে আবুজাফর গিয়েছিল প্রথম গীতিখানা-
” এই পদ্মা, এই মেঘনা”
কারবালা প্রান্তরে নিষ্ঠুরতায় মগ্ন ছিল এজিদের বাহিনী
আমি মীর মোশারফকে শিখিয়েছি বিষাদসিন্ধুর কাহিনী

আমার আছে হরিনাথ,জলধর,অক্ষয়,
রোকন, শফি,শরফুদ্দীন
আছে বিনোদ, মোতাহার,মাহমুদা, ফরিদা
সিদ্দিক,যতীন, সালাউদ্দিন।
ওরা সবাই আমাকে মা বলে ডাকে
হিন্দু মুসলিম এক হয়ে ভ্রাতৃত্বের পাকে।

তারাই কুষ্টিয়া মায়ের সন্তান
যারা কুষ্টিয়াকে ভালোবাসো
তাই দ্বন্দ্ব-কলহ ফেলে, ভেদাভেদ ভুলে,
চলে আসো সাম্যের ঐক্যতানে,
শেকড়ের টানে, কুষ্টিয়ার জয়গানে ।