ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি 

পুরুষের সমান কাজ করেও আদিবাসী নারী শ্রমিকদের মজুরির বৈষম্য  

মো.আককাস আলী : আবহমানকাল ধরেই পুরুষের চেয়ে নারীর মজুরি প্রায় অর্ধেক। পুরুষের কাঁধে-কাঁধ মিলিয়ে আদিবাসীর নারী শ্রমিকেরা পুরুষের সমান শ্রম বিক্রি করে। অথচ সমান কাজ করেও নারীরা পুরুষের তুলনায় প্রায় অর্ধেক মজুরি পায়। একবিংশ শতাব্দিতেও এই দৃশ্য বড়ই হৃদয় বিদারক! নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যখন উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। ঠিক তখনি নারীদের অর্ধেক মজুরি দিয়ে ইটভাটা, ধান রোপণ, রাজমিষ্ট্রির জোগালি ও অন্যান্য কাজে পুরুষের সমান কাজ করেও নারী হওয়ার অপরাধে তারা অর্ধেক মজুরি পায়। ইহা কোন মতেই কাম্য নয় সমালোচকদের অভিমত।
স্থানীয় এলাকার ধুনিয়া,সারথি,বিথি আদিবাসী নারী শ্রমিকের সাথে কথা হলে তারা জানায়, “হামরা বেটিছল হয়ে জন্ম নিচি। বিয়া হওয়ার আগে শাসন করতো বাপ-ভাইরা। বিয়া হওয়ার পরে শাসন করে স্বামী-দেবররা। হামরা বেটিছল হয়ে জন্মাচি, এটাই হাংকেরে বড় পাপ! তোরা যদি দয়া করে পেপরের কাগোজোত লিকিশ, তালে হয়তো হাংকেরে কিচুটা হলিও উপগার হবি।”
এ বিষয়ে চেরাগপুর ইউনিয়নের আলীপুর গ্রামের গৃহস্থ আবুল হোসেন জানান, ‘মেয়েরা যতোই বড়াই করুক, তারা পুরুষের সমান কাজ করতে পারে না। তাই মজুরি কম। এই নিয়ে আফসোস করার কিছুই নেই।’
প্রবীণদের নিয়ে গবেষক,জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্টা সভাপতি কবি মো.আককাস আলী বলেন, সমাজের সচেতন মহল সজাগ হলে এই বৈষম্য থাকবে না। নারী পুরুষের সমান অধিকার। এই অধিকারের  সুষুম বন্টনের দিকে খেয়াল রাখতে হবে গৃরস্থদের, তবেই ফিরে আসবে সমঅধিকার।
Tag :
জনপ্রিয় সংবাদ

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

পুরুষের সমান কাজ করেও আদিবাসী নারী শ্রমিকদের মজুরির বৈষম্য  

আপডেট টাইম : ০৯:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
মো.আককাস আলী : আবহমানকাল ধরেই পুরুষের চেয়ে নারীর মজুরি প্রায় অর্ধেক। পুরুষের কাঁধে-কাঁধ মিলিয়ে আদিবাসীর নারী শ্রমিকেরা পুরুষের সমান শ্রম বিক্রি করে। অথচ সমান কাজ করেও নারীরা পুরুষের তুলনায় প্রায় অর্ধেক মজুরি পায়। একবিংশ শতাব্দিতেও এই দৃশ্য বড়ই হৃদয় বিদারক! নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যখন উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। ঠিক তখনি নারীদের অর্ধেক মজুরি দিয়ে ইটভাটা, ধান রোপণ, রাজমিষ্ট্রির জোগালি ও অন্যান্য কাজে পুরুষের সমান কাজ করেও নারী হওয়ার অপরাধে তারা অর্ধেক মজুরি পায়। ইহা কোন মতেই কাম্য নয় সমালোচকদের অভিমত।
স্থানীয় এলাকার ধুনিয়া,সারথি,বিথি আদিবাসী নারী শ্রমিকের সাথে কথা হলে তারা জানায়, “হামরা বেটিছল হয়ে জন্ম নিচি। বিয়া হওয়ার আগে শাসন করতো বাপ-ভাইরা। বিয়া হওয়ার পরে শাসন করে স্বামী-দেবররা। হামরা বেটিছল হয়ে জন্মাচি, এটাই হাংকেরে বড় পাপ! তোরা যদি দয়া করে পেপরের কাগোজোত লিকিশ, তালে হয়তো হাংকেরে কিচুটা হলিও উপগার হবি।”
এ বিষয়ে চেরাগপুর ইউনিয়নের আলীপুর গ্রামের গৃহস্থ আবুল হোসেন জানান, ‘মেয়েরা যতোই বড়াই করুক, তারা পুরুষের সমান কাজ করতে পারে না। তাই মজুরি কম। এই নিয়ে আফসোস করার কিছুই নেই।’
প্রবীণদের নিয়ে গবেষক,জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্টা সভাপতি কবি মো.আককাস আলী বলেন, সমাজের সচেতন মহল সজাগ হলে এই বৈষম্য থাকবে না। নারী পুরুষের সমান অধিকার। এই অধিকারের  সুষুম বন্টনের দিকে খেয়াল রাখতে হবে গৃরস্থদের, তবেই ফিরে আসবে সমঅধিকার।