1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে  ১৫ বাড়িতে  ভাংচুর লুটপাট - dailynewsbangla
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে  ১৫ বাড়িতে  ভাংচুর লুটপাট

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে  ১৫ বাড়িতে  ভাংচুর লুটপাট
মোঃ আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে, কেন্দ্র করে সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজমের নেতৃত্বে অন্তত ১৫ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সদর উপজেলার সিন্দুউড়া গ্রামে দফায় দফায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতংক বিরাজ করছে। হামলার শিকার লোকজন জানান, শুক্রবার বিকেলে কালিসীমা খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে সিন্দুউড়া গ্রামের উম্মত আলী গোষ্ঠীর সোহেল মিয়ার ছেলে মুস্তাকিমের সাথে একই গ্রামের কিমুদ্দি গোষ্ঠীর সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের চাচাতো ভাই আতাউল্লার সাথে বাকবিতন্ডার পর হাতাহাতি হয়। এর জের ধরে রাতে যুবলীগ নেতা আলী আজমের নির্দেশে ৪০/৫০ জনের একটি দাঙ্গাবাজ বাহিনী দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে উম্মত আলী গোষ্ঠীর সাবেক মেম্বার কুদ্দুস মিয়া, সোহেল মিয়াসহ ওই গোষ্ঠীর অন্তত ১৫ টি ঘর কুপায় ও ভাংচুর করে। এ সময় তারা স্বর্নালংকার, নগদ টাকা, গবাধি পশুসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে ওই গোষ্ঠীর পুরুষরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
অভিযোগের বিষয়ে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের এই ০১৭১২২১৫৮৯১ নাম্বারে একাধিকবার ফোন দিয়ে ফোন রিসিভ করেননি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণে আছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দিতে আসেননি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ