হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ শত পিচ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। তারা হলেন ১,অসীম ভট্টাচার্য (৪৮) ২,শহিদুল ইসলাম( ৪৪)। মাদকদ্রব্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শ বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে কুন্ডা পাড়ায় হাসপাতাল রোডে মেসাস শিপ্রা ফার্মেসীতে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে ক্যাশ বাক্সের ভিতরে ২ শত পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অপরাধে অসীম ভট্টাচার্য( ৪৮) কে গ্রেফতার করে । অপরদিকে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম দুপুর ২ টার সময় কুমারখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে কুন্ডু পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩ শত পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে উদ্ধার করে। নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অপরাধে শহিদুল ইসলাম (৪৪) কে আটক করে। এদের বিরুদ্ধে কুমারখালী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে মামলা নাম্বার ২৪-২৫। মাদকদ্রব্য অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন জানান,কুষ্টিয়া জেলায় সকল থানায় এই অভিযান চলমান থাকবে।