ফরিদ আহমেদ কুষ্টিয়া-১ দৌলতপুর নির্বাচনী আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে পিস্তল তাক করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে অপর স্বতন্ত্র প্রার্থীর ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরী নামে একজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অভিযুক্ত টোকন চৌধুরী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর ছোট ভাই। তাকে ১ জানুয়ারি স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা শুক্রবার (২৯ ডিসেম্বর) এ ব্যাপারে অভিযোগ প্রদান করেন। নাজমুল হুদার অভিযোগ, টোকন চৌধুরী লোকজনসহ গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দৌলতপুরের তারাগুনিয়া থানা মোড়ে তাকে দাড় করিয়ে অস্ত্রের মহড়া দেন টোকন চৌধুরী। শর্টগান ও পিস্তল তাক করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ অভিযোগ গ্রহণ করেছেন কুষ্টিয়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা। শুক্রবার বিকেলে তিনি এ ঘটনা আরপিও‘র ৭৩(২বি) ধারায় আচরণবিধি লঙ্ঘন হিসেবে টোকন চৌধুরীকে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে টোকন চৌধুরী জানান, নোটিশ এখনো পাইনি। সেদিনের ঘটনা সম্পর্কে তিনি বলেন, আমরা নির্বাচনী প্রচারে দৌলতপুরের দিকে যাচ্ছিলাম। নাজমুল হুদার (পটল বিশ্বাস) মোটরসাইকেল বহর আমাদের সাইড না দিয়ে পথ আটকে রেখেছিল। অস্ত্র প্রশর্দন বা হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।