খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি দেশীয় তৈরি রিবালবার দুই রাউন্ড গুলি ও ১৬০০ পিচ টাপেন্টাডল উদ্ধার হয়েছে।
৩০ ডিসেম্বর রাতভর অভিযান চালিয়ে উপজেলার সাহাপুর ও জয়ভোগা এলাকা থেকে রিবালবার, গুলি ও ১৬০০ পিচ টাপেন্টাডল উদ্ধার হয়। এ সময় একজন কে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি হলো জয়ভোগা গ্রামের রবজেলের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৮)।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমার নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান এর সার্বিক সহযোগীতায় সঙ্গীয় অফিসার এস আই সেলিম রেজা, এস আই সাব্বির হোসেন, এ এস আই আলামিন থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে রাত অনুমানিক ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার জয়ভোগা গ্রামের রবজেলের বাড়িতে ক্রয় বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অবৈধ টাপেন্টাডল রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬০০ পিচ টাপেন্টাডল সহ আম্বিয়া খাতুনকে আটক করা হয় ও রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহাপুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে উজ্জল হোসেনের বাড়ির পিছনের কলা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রিবালবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়।
পৃথক পৃথক এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং আম্বিয়া খাতুন কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুর থানা পুলিশ কাজ করে চলেছে কিছু অসাধু ব্যক্তিকে অবৈধ সুবিধা না দেওয়ায় থানা পুলিশের নামে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে।