হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ইঞ্জিনিয়ার আবুল হাশেমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার দুপুর ১২ টার সময় উপজেলা হলরুমে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর
এল জি ই ডি কর্তৃক আয়োজিত আবুল হাশেমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক নির্বাহী প্রকৌশলী এল জিইডি কুষ্টিয়া অঞ্চল, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুষ্টিয়া অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, আর উপস্থিত ছিলেন, রাজু আহম্মেদ নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর কুষ্টিয়া অঞ্চল, আকমল হোসেন সহকারী প্রকৌশলী তত্ত্বাবধায়ক দপ্তর কুষ্টিয়া, জহুরুল ইসলাম সিনিয়র সহকারী প্রকৌশলী দপ্তর কুষ্টিয়া, আবুল হাশেম প্রকৌশলী এল জি ই ডি ভেড়ামারা, নবাগত উপজেলা ইঞ্জিনিয়ার নাবিদ হোসেন, দৌলতপুর উপজেলা ইঞ্জিনিয়ার রাকিব হোসেন,ভেড়ামারা উপজেলা ইঞ্জিনিয়ার এর সহধর্মিনী শাহনাজ পারভীন, ছেলে সাকিব হায়াত মুগ্ধ, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বুলবুল হাসান বিপুল , মহিলা ভাইচ চেয়ারম্যান ইন্দোনেশিয়া, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক,
আহসান উল্লাহ নক্সাকার উপসহকারী প্রকৌশলী ভেড়ামারা, আব্দুল হামিদ কার্য- সহকারী উপজেলা প্রকৌশলী দপ্তর ভেড়ামারা,আহসানুল হক উপ সহকারী প্রকৌশলী ভেড়ামারা, সহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার তথ্য ও প্রোগ্রামার আলমগীর হোসেন। এসময় প্রধান অতিথি বিশেষ অতিথি তারা অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বলেন আবুল হোসেন তিনি একজন ভালো মানুষ ছিলেন যার কোন খারাপ দিক ছিল না। আমরা একজন দক্ষ কর্মঠ ইঞ্জিনিয়ার আমাদের মাঝ থেকে হারালাম তবে এটাই আমাদের চাকরির নিয়ম। অবসর হয়েছেন তবে আবুল হাশেমের জন্য কুষ্টিয়া এলজিইডি অফিসের দরজা সব সময় তার জন্য খোলা থাকবে। তার পরিবার ও তার সুস্বাস্থ্য কামনা করে।