1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ: ফরিদপুরে শেষ ধাপে মনোনয়নপত্র জমা দিলেন ৪১জন প্রার্থী - dailynewsbangla
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাগমারায় মাছ চুরি মামলার পর অস্ত্র দিয়ে ফাসানোর চেষ্টা বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচন  প্রার্থীদের মধ্যে পথিক বরাদ্দ  বেশি বেশি বই পড়ুন আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ গড়ে তুলুন– বিভাগীয় কমিশনার বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  সিন্ডিকেটে বরেন্দ্রঞ্চলে ঘন্টায় ঘন্টায় কমছে ধানের দাম দিশেহারা বোরো চাষীরা  দশমিনায় আলোচিত মৌসুমী আক্তার দুলু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন বোয়ালমারীতে হেলমেট নাই তো তেল নাই পুলিশের কড়াকড়ি নির্দেশ পাম্পগুলোতে কালের ক্ষয়িষ্ণু ঘাটে আচরণবিধি লঙ্ঘন করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল হাসান কে ৫ হাজার টাকা জরিমানা

উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ: ফরিদপুরে শেষ ধাপে মনোনয়নপত্র জমা দিলেন ৪১জন প্রার্থী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ: ফরিদপুরে শেষ ধাপে মনোনয়নপত্র জমা দিলেন ৪১জন প্রার্থী

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের দুইটি উপজেলায় বিভিন্ন পদে ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ ধাপে জেলার দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসীল অনুযায়ী আগামী ৫ জুন জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ অনুর্ষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের অনলাইনে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে কয়েকজন প্রার্থী শেষ দিনে স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতীকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  বোয়ালমারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন ৬জন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক  সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হিরু মুন্সী। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আ.লীগের সদস্য রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএম শফিউল্লাহ্ (সাফি), জেলা মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পরশ সিকদার, মো. শফিকুল হক টিপন মিয়া ও মো. জোবায়ের হোসেন।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, সাবেক কাউন্সিলর মণিকা রাজবংশী, সাবেক ইউপি সদস্য মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান, ঝর্ণা বেগম ও কাজী সালমা শাহিন প্রমুখ।  আলফাডাঙ্গায় উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুর হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউদ্দৌলা রানা, ইতালি প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো ও এমডি আবুল খায়ের খান প্রমুখ।  এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন। তারা হলেন, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামের ভাতিজা কাজী শাহিদুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, খান আমিরুল ইসলাম, মো. হুমাউন মোল্যা, মমিনুর রহমান সবুজ, মোরাদ হোসেন ও মো. ইয়াছিন মোল্যা।  এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য বিউটি বেগম, দিপালী রায়, আছিয়া খানম মৌসুমি, বিউটি বেগম, রিনিয়া বেগম ও শারমিন আফরোজ সুমি। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা রামানন্দ পাল জানান, তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল বৃহস্পতিবার (৯ মে)। শেষ ধাপে জেলার দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  তিনি জানান, এসব উপজেলায় আগামী ১২মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। বৈধ্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২০ মে। এ দুই উপজেলায় আগামী ৫জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ