রাজশাহী ব্যুরো: সারাদেশে শিক্ষার্থীদের গণগ্রেফতার, হয়রানি, নির্যাতন, মামলা প্রত্যাহারের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কর্মসূচি শেষে কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ তুলে নেওয়ার চেষ্টা করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এঘটনায় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।
এসময় শতাধিক শিক্ষক রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয় এবং মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন। এতে অংশ নেন রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ করেন শিক্ষকরা। মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষাথীদের তুলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপ তারা তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
ঘটনাটি নিয়ে শিক্ষকরা জানান, আজকের কর্মসূচী মুলত শিক্ষকদের। কিন্তু কর্মসূচীর সাথে সাধারণ শিক্ষার্থীরা ঢুকে পড়ে। আমাদের কর্মসূচী সুষ্ঠভাবে শেষ হয়েছে। কিন্তু শেষ সময় শিক্ষার্থীদের বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ জুতা স্যান্ডেল ছুড়ে মারে। এতে সাদা পোশাকের পুলিশ ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করেন। আমরা তাদের বাধা দিয়েছি।
আগামীতেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। পরে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, পুলিশ আমাদের ওড়না ধরে টানাটানি করে, আমাদের চুলে হাত দেয়, এটি কোন ধরনের মানবিকতা বলে জনগণের কাছে প্রশ্ন ছুড়ে দেন। কর্মসূচি শেষে সকল শিক্ষার্থীদের সসম্মানে গাড়িতে তুলে দেন শিক্ষকরা।