রাজশাহীতে রাস্তা পরিষ্কারে নেমেছে শিক্ষার্থীরা
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ধংসযজ্ঞের আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা। নগরীর প্রতিটি এলাকা ঘুরে ঘুরে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে নগরীর যাদুঘর মোড়ে এমন দৃশ্য চোখে পড়েছে দৈনিক গণমুক্তির প্রতিবেদকের। একদল শিক্ষার্থীর হাতে ঝাটা বাড়ুন, ময়লার ঝুড়ি, বেলচা ও বস্তা দেখা গেছে।
এসময় তাদের সাথে কথা বললে তারা জানান, শুধু রাস্তার আবর্জনা নয়, দেশে প্রতিটি জায়গার আবর্জনা পরিস্কার করবে ছাত্র সমাজ। আমরা আপাতত নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে রাস্তায় পড়ে থাকা ইটের টুকরা, কাঁচের ভাঙ্গাচুরা, ছাইসহ সব ময়লা পরিষ্কার করতে নেমেছি। আমাদের সাথে আছে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অটোরিকশা চালক, সাধারণ মানুষ। তারা আমাদের কার্যক্রম দেখা স্বেচ্ছায় যুক্ত হয়েছেন। রাস্তা পরিষ্কার শেষ হলে দুর্নীতিবাজদের পরিষ্কার করা হবে বলে হুশিয়ার দেয় ছাত্ররা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















