বগুড়ায় অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় শাজাহানপুর উপজেলা বাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মাঝিড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। লিখিত বক্তব্যে তিনি জানান সম্প্রতি একটি বিশেষ কুচক্রি মহল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে নানা রকম মিথ্যা বানোয়াট অপপ্রচার করে বিএনপির ইমেজ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শাজাহানপুরবাসীকে আহবান জানাচ্ছি। লিখিত বক্তব্যে এনামুল হক আরো জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও যেন কোনোও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে ব্যাপারে বিএনপির নেতা-কর্মীরা সোচ্চার রয়েছে। দলের কোন সদস্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বদ্ধ পরিকর। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।