বোয়ালমারীতে বিএনপি নেতার আলোচনা সভা ও দোয়া মাহফিল
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্যার মৃত্যু বাষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০১৫ সালের ১ ডিসেম্বর আবুল হোসেন মোল্যা মৃত্যু বরণ করেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে তার নিজ বাড়ী কদমি গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ৫ থেকে ৬ হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপাপাত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস ফকির।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আ. শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান খাঁন,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিয়া , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুর ইকবাল ঠাকুর, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রুপাপাত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিলু মোল্যা, রুপাপাত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্কাস মোল্লা, উপজেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম সম্রাট, উপজেলা ছাত্রদলের সদস্য আরিফিন রাব্বি।