বোয়ালমারীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে
‘বিশ্ব মানবাধিকার দিবস’ উদযাপন করেছে ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন’ এর বোয়ালমারী শাখা।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে সংগঠনটি।
এ উপলক্ষে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বোয়ালমারী জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বোয়ালমারী পৌরবাজার প্রদক্ষিণ করে ফের অডিটোরিয়াম চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির পদ্মা বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক- মো. সাইফুল ইসলাম।
বিশিষ্ট নাট্যকার ও কবি গাজী শামসুজ্জামান খোকনের সঞ্চালনায় ও মো. মতিয়ার রহমান সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা পরিচিত রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি, ‘সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’র প্রকাশক ও সম্পাদক এ্যাড. কোরবান আলী, সংগঠনটির বোয়ালমারী শাখার সাধারণ সম্পাদক আলী রেজা, বাউল-কবি শাহাদাত হোসেন, হোসেন সালেহ প্রিন্স সাহেবুল আলম মিয়া, আনিসুজ্জামান আনিস, রাজু ইসলাম প্রমুখ।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, এতে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। সেই থেকে বিশ্বব্যাপী এই তারিখটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।