তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারীতে (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাত পোয়ালে ৫৬৫৫জন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিবে। এদিকে ৬টি মুল কেন্দ্র ২টি ভেনু কেন্দ্র সহ মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৫৬৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ৪০০৪ জন, অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৬৫১ জন। দাখিল পরীক্ষার্থী রয়েছে ৪৩৭ ও ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে ১২৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ বছর বোয়ালমারীতে ভেনু কেন্দ্র সহ ৮ কেন্দ্রে ৭৩ টি রুমে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ৭৩টি পরীক্ষার রুমে একটি করে দেয়াল ঘড়ি দিয়েছেন পরীক্ষার্থীদের সময় দেখার জন্য। প্রতিটা রুমে একটি দুটি করে এসি ডিসি ভাল্ব (লাইট) দিয়েছেন যাতে বিদ্যুৎ চলে গেলে রুম গুলোই আলো থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার হলে কোন প্রকার ঘড়ি ও মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ। তাই পরীক্ষার্থীদের সময় দেখার জন্য পরীক্ষার প্রতিটা রুমে একটি করে দেয়াল ঘড়ি দেয়া হয়েছে। প্রতিটা রুমে একটি দুটি করে এসি ডিসি ভাল্ব (লাইট) দেয়া হয়েছে। যাতে বিদ্যুৎ গেলে পরীক্ষাথীদের পরীক্ষা দিতে কোন সমস্যা না হয়। এ সকল জিনিস টিআর প্রকল্প থেকে কিনে দেয়া হয়েছে