রাফছান বিশেষ প্রতিনিধিঃ প্রেসিডেন্ট রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চার সদস্যের একটি রোভার স্কাউট দল ১৩ এপ্রিল থেকে ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করেছে। এই পদযাত্রা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত, রুট অনুযায়ী কুষ্টিয়া → মাগুরা → যশোর → কালীগঞ্জ হয়ে কুষ্টিয়া।
দলের সদস্যরা হলেন—শাওন আহমেদ (দলনেতা), আব্দুল্লাহ আল শাফি, হামিম রেজা বাপ্পি ও বোরহান আহমেদ শুভসহ গাজিপুর জেলা রোভার রানী বিলাশমনি মুক্ত সাকাউট দলের মো মাফরুদ হাসান, মো রবিউল ইসলাম রিফাত।
পথ পরিক্রমার প্রতিটি ধাপে তাঁরা সমাজসেবামূলক কার্যক্রম যেমন পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক প্রচার এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেবেন।
রওনা হওয়ার আগে কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দলটির যাত্রা শুভ উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ড. মোঃসামসুল ইকবাল খান সম্পাদক জেলা রোভার স্কাউট কুষ্টিয়া, তৌফিক আহমেদ তাপস এ এলটি বাংলাদেশ স্কাউটস, সোহরাব হোসেন গ্রুপ সম্পাদক কুষ্টিয়া পলিটেকনিক রোভার স্কাউটস, শিক্ষক, স্কাউট নেতৃবৃন্দ ও সহপাঠীরা, যারা তাদের সাফল্য কামনা করেন।
স্কাউট নেতৃবৃন্দ জানিয়েছেন, এই ধরনের কার্যক্রম ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক এবং যুব সমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।