লালপুরে স্বর্ণের চেইন ছিনতাই চক্রের ৩ নারী সদস্য গ্রেপ্তার
এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় স্বর্ণের চেইন ছিনতাই চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার হল মার্কেট এলাকার তেল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন নারী মিলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত তিন নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















