1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
আগামী ১৮ আগস্ট ঐতিহাসিক মাকালকান্দি স্মৃতিসৌধের উদ্বোধন - dailynewsbangla
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ নিখোঁজ মৎস্যজীবীর লাশ ৩ কিলোমিটার ভাটিতে ভেসে উঠলো  দৌলতপুর সীমান্তে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস পালিত

আগামী ১৮ আগস্ট ঐতিহাসিক মাকালকান্দি স্মৃতিসৌধের উদ্বোধন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
ছবি: মাকালকান্দি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের চির স্মরণীয় করে রাখার জন্য হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্তর্গত ৬ নং কাগাপাশা ইউনিয়নে নির্মিত হয়েছে ঐতিহাসিক মাকালকান্দি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।

আগামী বুধবার (১৮ই আগস্ট) সকাল ১১টায় নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করবেন হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, গত বছর ১৮ আগস্ট যখন মাকালকান্দি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, তখন সেখানকার জনগণ দাবি করেছিলেন সুন্দর ও প্রশস্থ জায়গায় নতুন করে স্মৃতিসৌধ নির্মাণ করে দেয়ার। মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ মহোদয়ের ঐক্রান্তিক প্রচেষ্টায় ১ বছরের মধ্যেই এ প্রকল্পটি নির্মাণ করতে পেরে খুব ভালো লাগছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা হচ্ছে মাকালকান্দি গ্রাম। মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এ গ্রামে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে নীরিহ- নারী-পুরুষকে হত্যা করেছিল।

এ ঘটনাটি অত্যন্ত বিয়োগান্ত। তাদের স্মৃতি স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধ থেকে এ স্মৃতিসৌধটি নির্মাণ করে দিয়েছেন মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এটি নির্মাণ করার ফলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হচ্ছে। স্মৃতিসৌধ এর নির্মাণ ব্যয় হচ্ছে ৩৩ লাখ ২৫ হাজার।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ আগস্ট পাকহানাদার বাহিনী মাকালকান্দি গ্রামের ১২৫ জন নারী-পুরুষকে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ