ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি 

হীড বাংলাদেশ এর সহযোগিতায় বাহারি মাছ চাষে সফলতা

সিলেট প্রতিনিধিঃ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় মৎস্য ও প্রাণি সম্পদ ইউনিটের আওতায় ”হীড বাংলাদেশ” সংস্থার সহযোগিতায় বাহারি(রঙিন) মাছ চাষে সফলতার ছোয়ায় সঞ্চিতার পরিবার। সবুজ সমারোহে চা বাগানে ঘেরা গ্রামটিতে তার বসবাস। বিভিন্ন দোকানে এ্যাকুরিয়ামে আবদ্ধ রঙিন মাছ দেখে স্বপ্নের বাসা বাঁধে তার মনে। রঙিন মাছের রঙিন স্বপ্ন নিয়ে সঞ্চিতার পথচলা।

কারিগরী ও আর্থিক সহযোগিতায় কেউ ছিল না তার পাশে। হঠাৎ পাশেই দেখতে পায় ”হীড বাংলাদেশ” সংস্থার শতাধিক চাষীদের উপস্থিতিতে মাঠ দিবস। প্রধান অতিথি সিলেট-০২ এরিয়ার এলাকা ব্যবস্থাপক জনাব নুরুর রহমান সংস্থার সদস্যদের সকল সুযোগ সুবিধা চুল ছেড়া বিশ্লেষন করেন।

সদস্যরা ঋণের পাশাপাশি অফেরতযোগ্য (সোনালী, হিলি, টার্কি, কাদাকনাথ, লেয়ার, কালার ব্রয়লার) মুরগী পালন প্রকল্প, (খাকী ক্যাম্বল, জিংডিং, পেকিং) হাঁস পালন প্রকল্প, ধান সহ বিভিন্ন সবজি চাষ প্রকল্প,(মাল্টা,আম,লিচু,লেবু)সহ যে কোন ফল বাগান প্রকল্প,এছাড়াও বিভিন্ন জাতের রেনু,মাছ চাষ প্রকল্পের সুবিধা পাবে। আলোচনা শোনে সদস্য সঞ্চিতা কর্মকার স্বল্প পরিসরে বিকল্প আয়ের পথ হিসেবে বাহারি (রঙিন) মাছ চাষের সিদ্ধান্ত নেয় ।

আধুনিক যুগে বাঙ্গালীর পেটে ভাত না থাকলেও বিলাসিতায় এক ধাপ এগিয়ে। অভাবের সংসারে স্বপ্ন বাস্তবায়নে যেন পিছুটান লেগেই আছে। সে হীড বাংলাদেশ সংস্থার সদস্য হিসেবে ভর্তি হয়ে যায়। আর্থিক ও কারিগরী সহযোগীতায় একধাপ এগিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত বে-সরকারী উন্নয়ন সংস্থা ”হীড বাংলাদেশ”।

সঞ্চিতা কর্মকার প্রথম দফায় ২০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করে প্রকল্পের কাজ। প্রাপ্ত বয়স্ক বাহারি (রঙিন) মাছ ক্রয় করে প্রতিটি ২০০ টাকা । কিছুদিনের মধ্যেই মাছের পেট থেকে অগনিত ডিম প্রসব । বর্তমানে ডিচ পদ্ধতিতে মা মাছগুলি সংরক্ষিত। প্রকল্পটি ঘের ও ডিচ পদ্ধতিতে হওয়ায় দর্শনার্থীদের আগমন। কিছুদিনের মধ্যে পোনা বাজার জাত করবে এবং লক্ষাধিক টাকার পোনা বিক্রি হবে বলে অভিমত ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে

Tag :
জনপ্রিয় সংবাদ

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

হীড বাংলাদেশ এর সহযোগিতায় বাহারি মাছ চাষে সফলতা

আপডেট টাইম : ০৫:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

সিলেট প্রতিনিধিঃ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় মৎস্য ও প্রাণি সম্পদ ইউনিটের আওতায় ”হীড বাংলাদেশ” সংস্থার সহযোগিতায় বাহারি(রঙিন) মাছ চাষে সফলতার ছোয়ায় সঞ্চিতার পরিবার। সবুজ সমারোহে চা বাগানে ঘেরা গ্রামটিতে তার বসবাস। বিভিন্ন দোকানে এ্যাকুরিয়ামে আবদ্ধ রঙিন মাছ দেখে স্বপ্নের বাসা বাঁধে তার মনে। রঙিন মাছের রঙিন স্বপ্ন নিয়ে সঞ্চিতার পথচলা।

কারিগরী ও আর্থিক সহযোগিতায় কেউ ছিল না তার পাশে। হঠাৎ পাশেই দেখতে পায় ”হীড বাংলাদেশ” সংস্থার শতাধিক চাষীদের উপস্থিতিতে মাঠ দিবস। প্রধান অতিথি সিলেট-০২ এরিয়ার এলাকা ব্যবস্থাপক জনাব নুরুর রহমান সংস্থার সদস্যদের সকল সুযোগ সুবিধা চুল ছেড়া বিশ্লেষন করেন।

সদস্যরা ঋণের পাশাপাশি অফেরতযোগ্য (সোনালী, হিলি, টার্কি, কাদাকনাথ, লেয়ার, কালার ব্রয়লার) মুরগী পালন প্রকল্প, (খাকী ক্যাম্বল, জিংডিং, পেকিং) হাঁস পালন প্রকল্প, ধান সহ বিভিন্ন সবজি চাষ প্রকল্প,(মাল্টা,আম,লিচু,লেবু)সহ যে কোন ফল বাগান প্রকল্প,এছাড়াও বিভিন্ন জাতের রেনু,মাছ চাষ প্রকল্পের সুবিধা পাবে। আলোচনা শোনে সদস্য সঞ্চিতা কর্মকার স্বল্প পরিসরে বিকল্প আয়ের পথ হিসেবে বাহারি (রঙিন) মাছ চাষের সিদ্ধান্ত নেয় ।

আধুনিক যুগে বাঙ্গালীর পেটে ভাত না থাকলেও বিলাসিতায় এক ধাপ এগিয়ে। অভাবের সংসারে স্বপ্ন বাস্তবায়নে যেন পিছুটান লেগেই আছে। সে হীড বাংলাদেশ সংস্থার সদস্য হিসেবে ভর্তি হয়ে যায়। আর্থিক ও কারিগরী সহযোগীতায় একধাপ এগিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত বে-সরকারী উন্নয়ন সংস্থা ”হীড বাংলাদেশ”।

সঞ্চিতা কর্মকার প্রথম দফায় ২০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করে প্রকল্পের কাজ। প্রাপ্ত বয়স্ক বাহারি (রঙিন) মাছ ক্রয় করে প্রতিটি ২০০ টাকা । কিছুদিনের মধ্যেই মাছের পেট থেকে অগনিত ডিম প্রসব । বর্তমানে ডিচ পদ্ধতিতে মা মাছগুলি সংরক্ষিত। প্রকল্পটি ঘের ও ডিচ পদ্ধতিতে হওয়ায় দর্শনার্থীদের আগমন। কিছুদিনের মধ্যে পোনা বাজার জাত করবে এবং লক্ষাধিক টাকার পোনা বিক্রি হবে বলে অভিমত ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে