গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গতকাল ২৯ সেপ্টেম্বর,২০২১ইং, রাত ২৩.৫০ ঘটিকার সময় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে গ্রেফতার করে।
জানা গেছে, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমর উজ্জামান (পিপিএম-সেবা)’র দিক-নির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ’র নির্দেশে গতকাল ২৯ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখে এস আই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ ত্রিশাল থানাধীন গন্ডাখোলা এলাকা থেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ি১- মোঃ হুমায়ন কবির(৫০), পিতা- মৃত আঃ কদ্দুস, মাতা- মোছাঃ হাফিজা খাতুন ২- মোঃ বাবুল হোসেন(৩২), পিতা- মৃত শহর আলী, মাতা- মোছাঃ রেজিয়া খাতুন, ৩- মোঃ গোলাম মস্তোফা(৪৫), পিতা- মৃত আলিম উদ্দিন, মাতা- মৃত এশা, ৪- মোঃ জাকির হোসেন(১৯), পিতা- আঃ রশিদ, মাতা- আনোয়ারা, সর্ব সাং- গন্ডখোলা, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিবি’র ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, জুয়া, ছিনতাই, মাদক, চুরি, ডাকাতি, সহ অন্যান্য অপরাধ নির্মূলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।