1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সালথায় পোনা মাছ অবমুক্তকরণ - dailynewsbangla
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও পরিচিতি সভা বোয়ালমারীতে পিস্তল উদ্ধার  ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যম্পইন উদ্বুদ্ধ করণ  সভা দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভার পিলার ঘিরে করা হয়েছে সিএনজি স্ট্যান্ড লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

সালথায় পোনা মাছ অবমুক্তকরণ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২২-২০২৩ইং অর্থ বছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। প্রথমে দুপুর ২টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন নদীলানা-খালবিল, পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলার ১৮টি স্থানে মোট ১২শত ৫০কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্যালেন চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ব সোনার বাংলা গড়তে একটি সুষ্ঠু জাতি গঠন অত্যাবশ্যক। আর সুষ্ঠু জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আমাদের আমিষের চাহিদা সিংহভাগই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মৎস্য চাষের বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ নদীনালা-খালবিল, পুকুর ও জলাশয়ের দেশ। এ সকল পুকুর জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই তিনি যে সকল পুকুর জলাশয় রয়েছে তা সংস্কার করে সকলকে মাছ চাষ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ