1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
গাজিপুরের শ্রীপুরে প্রজনন স্বাস্থ্য চিকিৎসায় সেবাগ্রহীতাদের তথ্য জানানোর তাগিদ - dailynewsbangla
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতে বসে শেখ হাসিনা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে – শাহাজান আলী জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আর কোন সরকার যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে: রাজশাহীতে জোনায়েদ সাকি দৌলতপুরে লাঠির আঘাতে আপেল লস্কর নামে ব্যাবসায়ীর মৃত্যু দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন ভেড়ামারায় ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গাজিপুরের শ্রীপুরে প্রজনন স্বাস্থ্য চিকিৎসায় সেবাগ্রহীতাদের তথ্য জানানোর তাগিদ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

কাজি মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: প্রজনন স্বাস্থ্য চিকিৎসার জন্য কিশোর-কিশোরী ও তরুনদের কাছে যেতে হবে। তাদেরকে জানাতে হবে এ সংক্রান্ত চিকিৎসা কোথায় দেওয়া হয়। এসব তথ্য পরিবার ও সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে বিভিন্ন কমিউনিটিকে সংযুক্ত করতে হবে।

কিশোর-কিশোরী ও তরুনদের যৌন, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে অ্যাডভোকেসী সভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (ইউএফপিও)আয়োজনে সভায় কিশোর-কিশোরী, তরুন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন কমিউিনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন তাঁর বক্তব্যে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর বাল্য বিয়ের তথ্য দিয়ে বলেন, করোনা মহামারীতে এমন ঘটনা অনেক বিদ্যালয়ে পাওয়া গেছে। অসচেতনতা এর অন্যতম একটি কারণ।

তেলিহাটী স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মী তানিয়া আক্তার বলেন, আগে শুধু মেয়েরা প্রজনন স্বাস্থ্য সমস্যা কথা বলত। এখন ছেলেরাও তাদের হঠাৎ উচ্চতা ওজন বেড়ে যাওয়া, স্বপ্নবাস (স্বপ্নদোষ), মুখে ব্রণ প্রভৃতি সমস্যা নিয়ে কথা বলতে আসছে।

স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা কিশোর তাওহীদ আহমেদ জানায়, বয়:সন্ধিকালীন শারীরিক পরিবর্তন নিয়ে আগে বন্ধুদের সাথে কথা বললে এ সংক্রান্ত সংশয় বেড়ে যেত। এখন বন্ধুদের কাছ থেকে সমস্যা শোনে পরিবার পরিকল্পনা কেন্দ্র বা হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়ে থাকে।

স্বেচ্ছাসেবী কিশোরী খাদিজা আক্তার মিন্নী জানায়, প্রজনন সমস্যা চিহ্নিত করতে প্রথমে সে বন্ধু হিসেবে সমবয়সীদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে। পরে রেফারেন্স বিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করা হয়।

তৃতীয় লিঙ্গের (হিজড়া) সাগরিকা জানায়, ঘরে স্ত্রী সন্তান রেখে ইদানীং হিজড়াবেশে অনেকেই মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করছে। এতে হিজড়া জনগোষ্ঠীর বদনাম হচ্ছে। অথচ হিজড়াদের প্রতি বদ্ধমূল ধারণা টাকা উত্তোলনের কাজ থেকে হিজড়ারা সরে আসছে।

মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসক ডা. আবু হাসান মোস্তফা বলেন, কোথায় প্রজনন স্বাস্থ্যের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয় তা আগে কিশোর-কিশোরী ও তরুনদের জানাতে হবে। তারা যেন ওইসব জায়গায় তাদের সমস্যার কথা বলতে পারে সেরকম পরিবেশ তৈরী করে দিতে হবে। নিজের সমস্যার কথা প্রকাশে আস্থা বা বিশ্বোসের জায়গাটা নিশ্চিত করতে হবে।

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ বলেন, যারা প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে সেবা দিয়ে থাকেন সেসব সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে। বিভিন্ন কমিউনিটিতে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করেতে হবে। প্রজনন স্বাস্থ্য সেবাদানের কেন্দ্রগুলো চিহ্নিত করে তথ্য সমৃদ্ধ প্রতিবেদন গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে।

ইউএফপিও কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে ও লাইট হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ফৌজিয়া আসমত। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসক ডা. আবু হাসান মোস্তফা।

বক্তব্য দেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমতির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাদেক মিয়া প্রমূখ। ইএসএআইডি’র সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা লাইট হাউসের বাস্তবায়নাধীন সুখী জীবন প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ