1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
মণিরামপুরে বিআরডিবি’র সভাপতি নির্বাচত হলেন নূরুন্নাহার - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের

মণিরামপুরে বিআরডিবি’র সভাপতি নির্বাচত হলেন নূরুন্নাহার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মণিরামপুরে বিআরডিবি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি)’র এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ নওশের আলী মোড়লের কন্যা মোছাঃ নূরুন্নাহার।

বৃহষ্পতিবার সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সূশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মোছাঃ নূরুন্নাহার ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০ ভোট।

এতে মোট ভোটার সংখ্যা ছিল ২৪৯ জন। কিন্তু নিয়মিত কমিটি ও সমবায় সমিতির কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত না হওয়ায় চুড়ান্ত ভোটার সংখ্যা হয় ৯০ জন। এর মধ্যে ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১টি ভোট বিনষ্ট হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় বিভাগের উপসহকারী নিবন্ধক মৃণাল কান্তি মল্লিক। তিনি বিকেলে উপজেলা বিআরডিবি কার্যালয়ে নির্বাচন পরবর্তী আনুষ্ঠিতা শেষে ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতির হাতে নির্বাচনের ফলাফলের কপি হস্তান্তর করেন।

এ নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসানসহ প্রমুখ। এ সময়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোছাঃ নুরুন্নাহার বিআরডিবি’র অর্ন্তভুক্ত সকল সমিতির সভাপতি, ম্যানেজার, সকল সদস্যবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ ও উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ