১১ই জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস
কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ ১১ই জুন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি লাভ করেন। সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। এক সময় কারাগারের অভ্যন্তরে জননেত্রী শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধুকন্যা, বাঙালির আশার বাতিঘর জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। সেদিন থেকেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করে।