1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে ঘরের টিন কেটে মালামাল লুট" দস্যুদের মারপিটে দাঁত হারালেন গৃহকর্ত্রী, আটক-৪ - dailynewsbangla
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে বসে শেখ হাসিনা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে – শাহাজান আলী জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আর কোন সরকার যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে: রাজশাহীতে জোনায়েদ সাকি দৌলতপুরে লাঠির আঘাতে আপেল লস্কর নামে ব্যাবসায়ীর মৃত্যু দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন ভেড়ামারায় ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘরের টিন কেটে মালামাল লুট” দস্যুদের মারপিটে দাঁত হারালেন গৃহকর্ত্রী, আটক-৪

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

বোয়ালমারীতে ঘরের টিন কেটে মালামাল লুট”

দস্যুদের মারপিটে দাঁত হারালেন গৃহকর্ত্রী, আটক-৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে দস্যুরা টিন কেটে ঘরে ঢুকে লুটে নিয়েছে এক ব্যবসায়ীর মালামাল। এ সময় দস্যুদের নির্যাতনে দুটি দাঁত হারিয়েছেন বাড়ির গৃহকর্ত্রী। শুক্রবার (২ ফেব্রুয়ারি)
দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রাম শিলপাড়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজনের মুখোশপরা একটি দল মুদি ব্যবসায়ী অনুপ কুমার সিংহের (৫২) ঘরের চালের টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে অনুপ কুমার সিংহ (৫২) তার স্ত্রী রতনা সিংহ (৪০), তার মা মায়া রানী (৭০) ও ছেলে অপূর্ব সিংহকে রশি দিয়ে বেধে মারধর করে। মারধর করার সময় মায়া রানীর মুখের দুটি দাঁত ভেঙ্গে গেছে। মায়া রানীকে শুক্রবার সকালে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার ঠোঁটে ৬টি সেলাই দেওয়া হয়।
ভুক্তভোগী বাড়ির মালিক অনুপ কুমার সিংহ বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমাদের বেধে মারধর করে। মারধরে তার মার দুটি দাঁত পড়ে যায়। তিনি আরো বলেন, দুর্বৃত্তের দল ৩ ভরি স্বর্ণ, ১ লাখ নগদ টাকা, মুদি দোকানের মালামাল, দুটি বাটন মোবাইল ও ১টি ট্যাব নিয়ে গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক বলেন, দুর্বৃত্তরা চুরি করার জন্য ঘরের চালের টিন কেটে ঘরে ঢোকে। পরিবারের লোকজন টের পেয়ে উঠে পড়লে তাদেরকে বেঁধে রেখে মারধরে করে মালামাল লুট করে পালিয়ে যায় তারা। এটা এক প্রকার দস্যুতা। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ