মানজারুল ইসলামঃ কুষ্টিয়ায় ভারতের অভ্যন্তরে বিজিবি- বিএস এফ-র সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ৪৭ বিজিবি-র সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন, সেখানে ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার অনিক কুমার সিনহা-র নেতৃত্বে বিএসএফ-র একটি দল উপস্থিত ছিলেন।
প্রথমে কুশল বিনিময় করেন। কুষ্টিয়া ব্যাটেলিয়ন ৪৭ বিজিবি-র সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন ও ভারতের বহরমপুর সেক্টরের ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার অনিক কুমার সিনহা এসময় তারা উভয় দেশের সীমান্তে শান্তিরক্ষা, চোরাচালান রোধে যৌথটহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে কৃষকের ফসল কর্তন বিষয়ে আলোচনা করেন।