ফরিদপুরে বিএনপির দুইপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা- আহত বেশ কয়েকজন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর—১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শামচুউদ্দিন মিয়া ঝুনুর মোটরসাইকেল শো—ডাউনে অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে হামলার ঘটনা খন্দকার নাসিরুল নাসিরুল ইসলামের লোকজন জড়িত নয় বলে তিনি জানিয়েছেন।
গতকাল বুধবার দুপুর আড়াইটায় ঢাকা—যশোর মহাসড়কের ফরিদপুরের মধুখালী দিঘলীয়া পিকনিক কর্নারে সামনে ও মাঝকান্দি—বোয়ালমারী—ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসদরে কামারগ্রামে বিকেল ৪টার দিকে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
শামচুউদ্দিন মিয়া ঝুনু ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির (বতমান কোন কমিটি নাই) সদ্য সাবেক কমিটির ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং খন্দকার নাসিরুল ইসলাম কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি সাবেক এমপি।
খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার বোয়ালমারী পৌরসদরের কামারগ্রাম রাজনৈতিক কার্যালয়ে হামলার আগে মাঝকান্দি—বোয়ালমারী—ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে টহলরত সেনাবাহিনীর একটি দল দুইজন হামলাকারীকে আটক করে সেনা ক্যাম্পে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দুইপক্ষের বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোষানলে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের নয়দিনের মাথায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুর—১ আসনে (বোয়ালমারী—মধুখালী—আলফাডাঙ্গা) শান্তি শোভাযাত্রা বের করে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী (বিএনপির একাংশ) বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সামচুউদ্দিন মিয়া ঝুনু। শান্তি শোভাযাত্রাটি বোয়ালমারী থেকে বের হয়ে আলফাডাঙ্গা ঘুরে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলীয়া পিকনিক কর্নারের সামনে ঢাকা—যশোর মহাসড়কে পৌচ্ছালে খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা শামচুউদ্দিন মিয়া ঝুনুর গাড়ী বহরে হামলায় চালায় বলে অভিযোগ উঠে। এ সময় ফরিদপুর—১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুকে বহন করা গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। হামলায় কমপক্ষে ৭জন বিএনপির নেতাকর্মী আহত হয়ে মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে।
এ ঘটনার জের ধরে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার মাঝকান্দি—বোয়ালমারী—ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসদরের কামারগ্রাম রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায় উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামচুউদ্দিন মিয়া ঝুনুর অনুসারীরা। এ সময় সঞ্জয় সাহা ও তার দুই ছেলে হামলায় বাধা দিলে সঞ্জয় সাহাসহ তার দুই ছেলে আহত হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। হামলার সময় আঞ্চলিক মহাসড়কে টহলরত সেনাবাহিনীর একটি দল দুইজন হামলাকারীকে আটক করে সেনা ক্যাম্পে নিয়েছেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিপি শামচুউদ্দিন মিয়া ঝুনু বলেন, ফরিদপুর—১ আসনের বিএনপির একাংশের নেতা কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের ইন্ধনে সন্ত্রাসী বাহিনী আমার শান্তি শোভাযাত্রায় হামলা চালিয়েছে। বিএনপির শীর্ষনেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা শান্তি প্রতিষ্ঠায় এ শোভাযাত্রা বের করলে তারা হামলা চালায়। হামলায় আমাকে বহনকারী গাড়ী ও কয়েকটি মোটরসাইকেল ভেঙে দিয়েছে তারা। তাছাড়া অনেকেই আহত হয়েছে। আমি হামলার তীব্র নিন্দা ও সঠিক বিচার চাই।
তবে এ হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ফরিদপুর অবস্থান করতে ছিলাম। আমার লোকজন সামচুউদ্দিন মিয়া ঝুনুর বহরে হামলা করেনি। আমার লোকজন ওখানে যায়নি। হামলার ঘটনাটি তিনি শুনেছেন জানিয়ে বলেন, তারা নিজেদের মধ্যে খাবার নিয়ে মারামারি করেছে বলে তিনি জানতে পেরেছেন।
খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আহত সঞ্জয় সাহা বলেন, হামলার আগে আমি বাসায় ছিলাম। হঠাৎ আমার অফিস ভাংচুরের শব্দ শুনে বের হলে বিএনপি নেতা ঝুনু মিয়ার অনুসারী পৌর বিএনপি নেতা শেখ আজিজুলের লোকজন আমিসহ দুই ছেলের উপর হামলা চালায়। আমি এ হামলার বিচার চাই।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।