1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে হাসপাতালের ওয়াশরুমে নবজাতক - dailynewsbangla
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার আক্রমনে আহত-১০ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করায় নতুন কর্মসূচি ঘোষণা দৌলতপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি রাজিব, সম্পাদক আজাদ দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক হেলাল মজুমদার কুষ্টিয়া হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল বোয়ালমারীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডিবি পুলিশের বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে

বোয়ালমারীতে হাসপাতালের ওয়াশরুমে নবজাতক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বোয়ালমারীতে হাসপাতালের ওয়াশরুমে নবজাতক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম থেকে মঙ্গলবার (১৮.০২.২৫) সকালে এক নবজাতকে উদ্ধার করেছে হাসপাতাল কতৃপক্ষ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নবজাতকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে কোন মা ওয়াসরুমে নবজাতকের জন্মের পর ফেলে পালিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে এক পুরুষ হাসপাতালে জরুরি বিভাগে এসে এক মহিলাকে অসুস্থ দেখিয়ে চিকিৎসা নেয়। জরুরী বিভাগের এন্টি খাতায় তাদের নাম লেখা হয় রূপসী স্বামী আজিজুর। ঠিকানা দেয়া হয় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রাম। সিসিটিভির ফুটেজে দেখা যায়, জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালের ওয়াশরুমে যায় ওই মহিলা ও পুরুষ। সেখান থেকে বের হয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে যায়। এর
কিছুক্ষণ পর ক্লিনার ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে দেখে ৬/৭ মাসের একটি নবজাতক ফ্লোরে  পড়ে আছে এবং সে জীবিত রয়েছে।
বাচ্চাটি দেখে পরিচ্ছন্ন কর্মী চিৎকার করে ওঠে, তার ডাক চিৎকারে সকলে এগিয়ে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে বাচ্চাটি মারা যায়। কে বা কারা এমন কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে তা সনাক্ত করার কাজ চলছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, নবজাতককে ফেলে যাওয়ার মতো কাজ যারা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ